Site icon janatar kalam

৬০ এ ৬০ আসন পাবে বিজেপি :রাজিব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার ৬০ টি আসনের মধ্যে ৬০ টি আসন জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে বিজেপি। তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে দলের প্রতিটি কার্যকর্তা। বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে শাসক বিজেপি দল। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর আরবান জেলার উদ্যোগে নবনিযুক্ত সভাপতিকে নিয়ে রাজধানী আগরতলা শহরে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যকে নিয়ে শোভাযাত্রাটি শুরু হয় রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠ থেকে। স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নজরুল কলাক্ষেত্র সামনে এসে শেষ হয়। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন আগামী নির্বাচনে রাজ্যের ৬০ টি আসনে জয়ী হবে বিজেপি দল। পুনরায় ক্ষমতা দখল করবে দল। এদিনের শোভাযাত্রায় বিজেপি সদর জেলার সবকটি মোর্চার নেতৃত্বরা পা মিলিয়েছে। নির্বাচনের মুখে দলীয় নেতৃত্বের ধরনের শোভাযাত্রায় স্বাভাবিকভাবেই উজ্জীবিত হয়ে পড়েছে কর্মীসমর্থকরা।

Exit mobile version