Site icon janatar kalam

গোপন খবরের ভিত্তিতে উদ্ধার চুরি যাওয়া বাইক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আবারও তদন্তে সাফল্য পেলো মহারাজগঞ্জ ফাড়ি থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মহারাজগঞ্জ ফাড়ি থানার ওসি মঙ্গেশ পাটারির নেতৃত্বে পুলিশ এমবিবি ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা থেকে একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। পাশাপাশি চুরি কাণ্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে একজন হলো রাজধানীর পূর্ব থানার অন্তর্গত টাউন প্রতাপগড় দারোগাবাড়ি চৌমুহনী এলাকার বাসিন্দা অনিকেত সাহা ২১ বাবা অভিজিৎ সাহা, অন্যজন পশ্চিম থানার অন্তর্গত সেন্ট্রাল রোড ঝুলন্ত সেতু সংলগ্ন প্রসেনজিত পাল বাবার নাম জহরলাল পাল। চুরির ঘঠনা সম্পর্কে পূর্ব থানার ওসি রাজীব দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জনকল্যানে কাজ করা জন্য পুলিশ প্রশাসন সব সময়ই সতর্ক থাকেন এবং যেভাবে চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ তাতে জনগণের পুলিশ এর ক্ষোভ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version