জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার প্রায় 78 কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক সাত-আট লক্ষ টাকা হবে বলে জানিয়েছে। ঘটনা ধর্মনগরের হলিক্রস স্কুল সংলগ্ন এলাকায়। আগরতলার দিক থেকে যাওয়া একটি বিলাসবহুল গাড়িতে সিগন্যাল দিয়েছিল কর্তব্যরত পুলিশ। গাড়িটি পুলিশ সিগনাল অতিক্রম করে একটু দূরে গিয়ে গাড়ি রেখে পালিয়ে যায় চালাও। এই সময় পুলিশ ছুটে গিয়ে গাড়িতে থাকা এক ব্যক্তিকে গাড়িটি সহ আটক করে থানায় নিয়ে আসে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে। পুলিশের ধারণা খুব শীঘ্রই গাজা পাচার কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।