জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির কার্যকর্তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। বুধবার সিমনা বিধানসভার পূর্ব সিমনা এডিসি ভিলেজের তথা দাইগ্যাবাড়ি বাজারে জনজাতির যুব মোর্চার জেলা কমিটির সদস্য বিনোদ দেববর্মার বাড়িতে দুষ্কৃতীকারিরা আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে প্রায় পাচ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানান মন্ডল সভাপতি যোগেন্দ্র দেব্বর্মা। এদিকে এই ঘটনার খবর পেয়ে সুন্দরটিলা থানা, সিধাই থানা ও অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে।তবে রক্ষা করা যায়নি কিছুই।