Site icon janatar kalam

মহিলার ব্যাগ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলার ব্যাগ থেকে 10 হাজার টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। হকার্স কর্নার থেকে টমটমে করে বটতলা যাওয়ার পথে মহিলার ব্যাগ থেকে 10 হাজার টাকা নিয়ে গিয়েছে বহির রাজ্যের তিন মহিলা। অলিকা দত্ত সরকার নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকা ব্যাংক থেকে 10 হাজার টাকা তোলে নিজের কাঁধের ভেঙে ব্যাগের ভিতর রেখেছিল।মহিলা হকার্স কর্নার থেকে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে টমটমে করে বটতলায় ফিরছিল। এইসময় মাঝরাস্তায় দুইজন বহি রাজ্যের মহিলা ও দুটি মেয়ে টমটমের সাওয়ারি হয়েছে। বহি রাজ্যের মহিলা গুলি টমটম থেকে নেমে যাওয়ার পর মহিলা বটতলায় গিয়ে বাজার করে অটোতে উঠেছিল। অটো গাড়িতে ভাড়া দিতে গিয়ে তাজ্জব বনে যায় মহিলা।ব্যাগে হাত দিয়ে দেখতে পায় 10 হাজার টাকা হাওয়া হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই ছুটে যায় বটতলা ফারি থানায়।পুলিশ এ নিয়ে একটি এফআইআর গ্রহণ করেছে।

Exit mobile version