Site icon janatar kalam

পিস্তল ও বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করলো স্পেশাল ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পশ্চিম জেলায় নতুন এসপি জয়েন করার পর, ওয়েস্ট ডিস্ট্রিক্ট স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়, এই টাস্ক ফোর্সের উদ্যোগে গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে লেফুঙ্গা থানাধীন রাঙ্গুটিয়া এলাকায় অভিযান চালানো হয়, অভিযান চালিয়ে ৯ এম এম পিস্তলসহ বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয় । আটককৃতরা হলো রতন দেব এবং অনুপ দেব। বর্তমানে তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। কাল তাদেরকে কোর্টে তোলা হবে এবং এই অভিযানকে কেন্দ্র করে লেফুঙ্গা থানায় এন ডি পি এস মামলা করা হবে বলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান এডিশনাল এস পি প্রিয়া মাধুরী মজুমদার এবং অনির্বাণ দাস।

Exit mobile version