জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে কাম থানা বিএসএফ ও মধুপুর থানা পুলিশ যৌথভাবে হরিহরদোলা মুসলিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে। মুসলিম মিয়ার বিরুদ্ধে মধুপুর থানায় এনডিপিএস এক্টে মামলা গ্রহণ করা হয়। বুধবার গাঁজা সহ মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার মুসলেম মিয়াকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মধুপুর থানা থেকে বিশালগড় সিভিল জুনিয়র ডিভিশনাল আদালতে সোপর্দ করা হয়। তবে এই শুকনো গাঁজা গুলি বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার লক্ষ্যে একত্রিত করেছিলেন মুসলেম মিয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মধুপুর থানার ওসি বিভাস দাস।