Site icon janatar kalam

গ্রেপ্তার বাইক চোর গ্যাং এর মাস্টারমাইন্ড

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড় সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ।গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করেছে আন্তঃরাজ্য বাইক চোর গ্যাং এর মাস্টারমাইন্ডকে। রাজিব আলম ওরফে হাজিবুল আলম ওরফে নাজিব উদ্দিন নামে ওই চোরের কাছ থেকে পুলিশ একটি বাইক ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে। রাজধানীর বনকুমারি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে পূর্ব থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, ধৃত চোরের বিরুদ্ধে ধর্মনগর, চুরাইবারি, আসামের শিলচর সহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা আছে। পুলিশের ধারনা খুব শীঘ্রই পুরো গ্যাংটিকে গ্রেপ্তার করতে পারবে।

Exit mobile version