জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম থেকে আগরতলা গামী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা রবিবার সকালে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বাসতলী ভিলেজ কমিটি এলাকার রামদাস পাড়ায়। ঘটনাস্থলে রেল পুলিশ, বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং এলাকাবাসী জড়ো হয়েছে। যদিও মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা মৃতব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বেও রামদাসপাড়ায় রেলের চাকার নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল দুজনের।