জনতার কলম ত্রিপুরা চরিলাম প্রতিনিধি :-কীটনাশক ঔষধ দিয়ে মেরে ফেলা হয় ৫ গৃহস্থের গৃহপালিত পশু ঘটনা চড়িলাম আড়ালিয়ার কালি টিলা এলাকায় । সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান পাঁচ গৃহস্থ্য। এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বিশালগড় থানায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে। ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে পঞ্চায়েত প্রধানও। পঞ্চায়েতের নির্দেশেই ক্ষতিগ্রস্ত হওয়া গৃহস্থরা দ্বারস্থ হয়েছে থানার।