জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতের বেলায় পুজো দেখতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মুকেশ সিং। বয়স ৫০ বছর। ঘটনা অষ্টমী পূজার দিন রাতে সিধাই থানাধীন ব্রহ্ম কুণ্ড এলাকায়। জানাযায় পেশায় রাজমিস্ত্রি মুকেশ অন্যান্য দিনের মতো এদিনও পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি এসে এলাকায় পুজো দেখতে বের হন। একটি পুজো মণ্ডপ দেখে, আরেকটি পুজো মণ্ডপে যাবার পথে দ্রুত গতিতে আসা একটি সিএনজি বাস তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার সময় প্রচন্ড বৃষ্টি চলছিল। বৃষ্টি কিছুটা থেমে যাবার পর স্থানীয়রা প্রত্যক্ষ করেন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মুকেশ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জানা গেছে তার আদি বাড়ি বিহারে হলেও,
ব্রহ্মকুণ্ড এলাকাতেই বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছিলেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।