তেলিয়ামুড়া প্রতিনিধি :- অর্থ ছিনতাইয়ের ঘটনার দৌরাত্ম্যে যেন এগিয়ে গোটা তেলিয়ামুড়া শহর । সাধারণ মানুষের কাছ থেকে টাকা ছিনতাই যেন প্রতিযোগিতা চলছে তেলিয়ামুড়ায় । উল্লেখ্য, মাত্র ২ ঘন্টার ব্যবধানে আজ শুক্রবার সাপ্তাহিক হাঁট বাজারের দুপুরে তেলিয়ামুড়া থানাধীন শহরের প্রাণকেন্দ্র অম্পি চৌমুহনী এলাকার পর পর দুইটি জায়গা থেকে সর্ব মোট ৭৫, ০০০ টাকা ছিনতাইয়ের ঘটনা উঠে আসলো । উল্লেখ্য, আজ শুক্রবার দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিট নাগাদ গামাইবাড়ির তরুনী কান্ত দাসের ছেলে বলরাম দাস(৪৩) বাড়িমুখী হওয়ার সময় অম্পি চৌমুহনী এলাকার দমকল বিভাগের অফিস সংলগ্ন এলাকায় নিজের মোটর সাইকেলটি থামিয়ে রাস্তার বিপরীত পাশের একটি দোকানে যায় । যদিও তখন সময় মোটর সাইকেলের মধ্যে একটি ব্যাগে মোট ৬০,০০০ টাকা সহ জরুরী কিছু নথিপত্র ছিল । কিন্তু কিছু সময় পর জনৈক বলরাম দাস দোকানের কাজ সেরে রাস্তার পাশে অবস্থানরত নিজের মোটর সাইকেলের সামনে এসে তিনি প্রত্যক্ষ করেন বাইকে টাকা ভর্তি ব্যাগটি নেই । পরবর্তীতে হতাশা হয়ে দীর্ঘক্ষণ ধরে অনেক খোঁজাখুঁজি চলে গোটা তেলিয়ামুড়া শহর এলাকায় । অবশেষে কোন পথ না পেয়ে অর্থ হাড়িয়ে হতাশাগ্রস্থ হয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের দারস্থ হন বলরাম বাবু । অপরদিকে, একই দিনে দীর্ঘ কয়েক ঘন্টার ব্যবধানে তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়ার হরিপদ ঘোষ নামে এক সতোর্ধ্ব ব্যাক্তি নিজ গৃহিনীর পেনশনের ১৫,০০০ টাকা তুলেন তেলিয়ামুড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে । কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা তুলে হরিপদ বাবু তেলিয়ামুড়ার বিদ্যুৎ দপ্তরের অফিসে যাবার পথে তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকায় আসা মাত্রই হঠাৎ হরিপদ বাবুর শরীরে অসহ্য চুলকানি অনুভব হয় । তখন তিনি শরীরে হাতে মুখে জল দেওয়ার জন্য রাস্তার পাশে ফুটপাতে থাকা একটি দোকানের টেবিলের উপর নিজের হাতে ১৫,০০০ টাকা সমেত নথিপত্র ভর্তি ব্যাগটি রাখেন । কিন্তু হঠাৎ তিনি প্রত্যক্ষ করেন সেই টেবিলে তাঁর ব্যাগটি নেই । আচমকা ব্যাগটি গায়েব । অনেক খোঁজাখুঁজি করেও টাকা ও নথিপত্র ভর্তি সেই ব্যাগটির কোন হদিশ বার করতে পারেন নি । পরবর্তীতে স্থানীয় জনগণ মারফত খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । সঙ্গে সঙ্গেই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ছুটে এসে পর পর কয়েক ঘন্টার ব্যবধানে তেলিয়ামুড়ায় ছিনতাই কান্ডের রহস্য উন্মোচনে তদন্তে নামে । যদিও বারবার তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের CC TV -র ভিডিও ফুটেজ চেক করে সন্ধ্যা পর্যন্ত চিরুনি অভিযান চালিয়েছে টাকা উদ্ধারে গোটা তেলিয়ামুড়ায় । অবশেষে সন্ধ্যা আনুমানিক ৭ টা নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা শিববাড়ি এলাকায় একটি অপরিত্যক্ত জায়গা থেকে ৬০,০০০ টাকা সমেত নথিপত্র ভর্তি ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয় । সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানা থেকে হতাশাগ্রস্থ বলরাম বাবু’কে খবর দিয়ে টাকা ও নথিপত্র ভর্তি ব্যাগটি তুলে দেয় । তবে এইদিকে সুব্রত চক্রবর্তী সদ্য তেলিয়ামুড়া থানার OC হিসেবে দায়িত্বভার গ্রহণ করার ২৪ ঘন্টার মধ্যেই ছিনতাই কান্ডের ৬০,০০০ টাকা ও নথিপত্র ভর্তি ব্যাগ উদ্ধারে ও OC সুব্রত চক্রবর্তীর কর্মকান্ডে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল জুড়ে খুশির বাতাবরণ বইছে ।