জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে মোটা অংকের ঋণ নিয়ে, শর্তসাপেক্ষে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মৃত্যু হল এক মহিলার। ব্যাংক কর্মীদের চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত মহিলার নাম মনি বেগম। বয়স ৩৮ বছর। ঘটনা রাজধানী আগরতলার দক্ষিণ রামনগর এলাকায়। জানা যায়, একটি বেসরকারি ব্যাংক থেকে মাসিক কিস্তিতে প্রায় দেড় লক্ষ টাকা ঋণ নেয় মনি। কিন্তু ঋণের টাকা শর্ত সাপেক্ষে পরিশোধ করতে পারছিলেন না তিনি। ঋণের টাকা পরিশোধ করার জন্য ব্যাংক কর্মীরা বারবার চাপ সৃষ্টি করতে থাকে তার উপর। এমনটাই অভিযোগ মৃত মহিলার পরিবারের লোকজনদের। ব্যাংক কর্মীদের চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন মনি। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের লোকজন জিবি হাসপাতালে নিয়ে যায়। আর সেখানেই বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মনির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজনসহ এলাকাবাসী। তাদের প্রত্যেকেরই অভিযোগ, ব্যাংক কর্মীদের অমানসিক চাপ সহ্য করতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মনির। মনির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।