Site icon janatar kalam

বটতলা গোলচক্কর এলাকা থেকে আটক ২ জুয়াড়ি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নেশার পাশাপাশি সমাজের আরেকটি অভিশাপ হল জুয়া , যা যুব সমাজকে ধ্বংস করছে। রবিবার গোপন সূত্রের ভিত্তিতে বটতলা গোলচক্কর এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকাসহ ২ জোয়ারিকে আটক করে পশ্চিম থানার পুলিশ। আটক হওয়া যুবকদের নাম সাহিল ইসলাম ও সুজিত দাস। এদিন সংবাদ মাধ্যমকে পশ্চিম থানার পুলিশ আধিকারিক জানান আটক হওয়া জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকাও তীর জুয়ার নোটবুক পাওয়া গিয়েছে বলে , এরা সংখ্যায় ৪ জন ছিল বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে আটক করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version