জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-জলাশয় থেকে এবার উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম নিতাই মুন্ডা। ঘটনা মোহনপুরের দীগালিয়া বাজার সংলগ্ন ইট ভাট্টার জলাশয়ে। জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়।বুধবার মোহনপুরের দিঘালিয়া বাজার সংলগ্ন ইট ভাট্টার জলাশয় থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এদিন সকালে ইট ভাট্টায় কর্মরত লোকজন ভাট্টার জলশয়ে প্রথম এই দেহটি দেখতে পায়।মৃতদেহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ। জানা গেছে, মৃত শ্রমিকের বাড়ি ছৈলেংটায়। নিতাই পরিবার নিয়ে ভাট্টারই একটি ঘরে থাকতো। তার স্ত্রীর সাথে দু’দিন পূর্বে কোন এক বিষয় নিয়ে ঝগড়ার হওয়ার পর নিতাই বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি।অতিরিক্ত মদ্যপান করে যাতায়াতের সময় জলাশয়ে পরে গিয়ে মৃত্যু হতে পারে তার। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।প্রাথমিক তদন্তপ্রক্রিয়ার কাজ সম্পন্ন করে পুলিশ জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।