জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শ্রীনগর থানার অন্তর্গত রামগতী রাবার বাগানের পাশের জমিতে পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহ রবিবার পুলিশ উদ্ধার করে… তার নাম পরেশ মালাকার…বয়স আনুমানিক 58 হবে …পরেশ টি এস আর সেকেন্ড ব্যাটেলিয়ানে চাকরি করতো…তিনি জম্পুইজলা ২নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। উনার বাড়ি মধুবন রামকৃষ্ণ পল্লী। এই ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন।