জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- বিশ্বকর্মা পুজোর রাতে যান দুর্ঘটনায় গুরুতর আহত এক। ঘটনা বিশালগড় থানাধীন সিপাহীজলা গেট সংলগ্ন এলাকায়। সংবাদে প্রকাশ, চরিলাম থেকে বিশ্বকর্মা পূজার নিমন্ত্রণ খেয়ে বিশালগড় আসার পথে সিপাহীজলা অভয়ারণ্যের সামনে দুর্ঘটনার কবলে পড়ে হঠাৎই একটি অটো গাড়ি উল্টে যায়। গাড়িতে থাকা চারজনের মধ্যে একজন যাত্রী 40 বছর বয়সি দীপক দেবনাথ গুরুতরভাবে আহত হয়। তৎক্ষণাৎ বিশালগড় দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে টিএমসিতে রেফার করা হয়।