জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- একদিকে নেশামুক্ত ত্রিপুরার ডাক, আর অন্য দিকে নেশা করার টাকা না দেওয়ায় ছেলের হাতে মার খাচ্ছেন মা। ঘটনার বিবরণে জানা যায়
এক কুলাঙ্গার ছেলে নিজ মার কাছে নেশা করার জন্য টাকা চাওয়ার পর টাকা না পেয়ে নিজ মাকেই আহত করল কুলাঙ্গার ছেলে।কুলাঙ্গার ছেলের নাম কার্তিক সাহা। পেশায় রিক্সাচালক। বাড়ি অরুন্ধতীনগর থানা এলাকায়। কার্তিকের কিল ঘুষিতে তার মা’ অঞ্জলি সাহা গুরুতর আহত হন। তার রক্ত বমি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গেই উনার স্বামী তাকে জি বি পি হাসপাতালে নিয়ে আসেন। আহত মা এখন আগরতলা জিবি হাসপাতালেই চিকিৎসাধীন। এদিন সংবাদমাধ্যমকে ছেলের বাবা জানান ছেলে রিক্সা চালক হলেও ১ দিন গেলে ১০ দিন যান না, এ বিষয়ে এলাকাবাসী অবগত থাকলেও তার মধ্যে কোন প্রকার ভিতি ছিল না, সে প্রায়ই নেশা করার টাকা চেয়ে নিজ মায়ের উপর এভাবে অত্যাচার চালাই বলে জানান, তাছাড়া কুলাঙ্গার এই ছেলের বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে বলে জানান বাবা। এদিনের ঘটনায় এলাকায় ছি ছি রব চলছে।