জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হল যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ চার কংগ্রেস কর্মী। বুধবার সকাল ১১ টা নাগাদ বিশ্রামগঞ্জ থানা থেকে বিশালগড় সিভিল র্জজ জুনিয়র ডিভিশনাল আদালতে তাদের সোপর্দ করা হয়।বিনা অনুমতিতে বিশ্রামগঞ্জ বাজারে মঙ্গলবার বিকেলে কংগ্রেসের এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেস দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের সাথে যুব কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস কর্মীদের নিরাপত্তার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ঐদিন রাতে বিশ্রামগঞ্জ থানায় ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তী যুব কংগ্রেস সভাপতি সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের বিশালগড় আদালতে সোপর্দ করা হয়।