জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মদ বিরোধী অভিযানে নেমে দারুণ সাফল্য পেয়েছে বটতলা ফাড়ি থানার অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর অভিজিৎ মন্ডল। বটতলা বর্ডার গোলচক্কর হাওড়া মার্কেট সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ দেশী ও বিদেশী মদ আটক করেছে। সঙ্গে গ্রেপ্তার করেছে তিনজন মদ বিক্রেতাকে। এক সাক্ষাৎকারে সাব ইন্সপেক্টর অভিজিৎ মন্ডল জানান, আরো 15 জনের একটি নামের তালিকা তৈরি করা হয়েছে।খুব শীঘ্রই পুলিশ তাদেরকে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাবে। এই ধরনের অবৈধ মদ বিক্রেতাকে ধরতে বটতলা ফাড়ি থানার পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য বটতলা হাওড়া মার্কেট , বাজার এলাকা গুলি নেশা ও জুয়া বাণিজ্যের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। শুধুমাত্র পুলিশি তৎপরতার অভাবে এইভাবে গজিয়ে উঠেছে নেশা ও জোয়ার বাণিজ্য গুলি।