Site icon janatar kalam

নাবালিকা ধর্ষণের দায়ে আজীবন কারাবাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০বছরের নাবালিকা ধর্ষণের দায়ে 27 বছর বয়সি জয়দেব মন্ডলকে আজীবন কারাবাস ঘোষণা করল বিলোনিয়া জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে। ঘটনার বিবরণে জানা যায় ২০২০ সালের জুলাই মাসে
জয়দেব তার দশ বছরের ভাগ্নিকে ধর্ষণ করেছিল। আদালত প্রায় 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আজীবন কারাবাস এর নির্দেশ দেয়। উল্লেখ্য এই মামলার তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিল তৎকালীন বাইখরা থানার তদন্তকারী অফিসার রুমা নোয়াতিয়া। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছিল পক্সো আইনের বিশেষ পিপি প্রভাত চন্দ্র দত্ত।

Exit mobile version