Site icon janatar kalam

টনক নড়ল পূর্ব থানার পুলিশের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকায় প্রকাশ্যেই চলছে তীর জুয়া খেলা। এক্ষেত্রে অভিযোগ পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ। তীর জুয়ার খন্ড চিত্রসহ সংবাদ জনসম্মুখে তুলে ধরতেই যেন টনক নড়ে পূর্ব থানার পুলিশের। বুধবার খবরের ভিত্তিতে থানার পুলিশ কর্মীরা অভিযান চালায় বিভিন্ন এলাকায়। মহারাজগঞ্জ বাজার, গোলবাজার লালমাটিয়া, উত্তর গেইট সহ বেশ কিছু জায়গায় এদিন অভিযান চালিয়ে পুলিশ প্রকাশিত সংবাদের সততা খুঁজে পেল। অভিযান চালিয়ে পুলিশ জুয়ার বিভিন্ন সামগ্রী সহ পাঁচজন জুয়ারিকে আটক করতে সক্ষম হয়। এই অভিযানের নেতৃত্ব দেন থানার এসআই বিষ্ণু চন্দ্র দাস। এদিনের এই সাফল্য তুলে ধরে পূর্ব থানার বড়বাবু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান এধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Exit mobile version