জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বটতলা এলাকায় প্রতিনিয়ত প্রকাশ্যেই চলছে বিষাক্ত নেশা সামগ্রী ড্রাগস হিরোইনের ব্যবসা। তাও আবার পুলিশের নাকের ঢগাতে। পুলিশ যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাই পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে বটতলা বাজারের ব্যবসায়ীরা এবার বটতলা ফাঁড়ি ঘেরাও করলেন। সোমবার বাজারের ব্যবসায়ীরা সঙ্ঘবদ্ধভাবে ফাঁড়িতে গিয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। পরে ব্যবসায়ীদের এক প্রতিনিধি দল ফাড়ির দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরে দাবী জানান অবিলম্বে নেশা কারবারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। এদিন বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন পুলিশের নাকের ডগাতে প্রকাশ্যে চলছে সকাল থেকে রাত পর্যন্ত হিরোইন ও ড্রাগসের কারবার।