জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- স্বামীর হাতে রক্তাক্ত স্ত্রী। নানান অজুহাতে বিশালগড় রতন নগর এলাকার জনৈক সঞ্জয় দেবনাথ প্রতিনিয়ত তাঁর স্ত্রীকে মারধর করে থাকে বলে অভিযোগ জানিয়েছেন শিপ্রা দেবনাথ। রবিবার সকালে স্বামীর মারধর চরম আকার ধারন করে। পরে রক্তাক্ত গৃহবধূ চিকিৎসা করার জন্য ছুটে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে। আক্রান্ত স্ত্রী জানিয়েছেন বিয়ের পর থেকে দুটি কন্যা সন্তান হওয়ার পর তাঁর স্বামী এভাবে নির্মম অত্যাচার চালিয়ে আসছে। শিপ্রা দেবনাথ স্বামীর কঠোর শাস্তি পাবার জন্য দ্বারস্থ হয়েছে বিশালগড় মহিলা থানায়।