জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ, ঘটনা রাজধানীর কল্যাণী এলাকায়। মৃতা গৃহবধূর নাম সুনিতা দেবনাথ বয়স 35। জানা যায় নিত্য দিনের মতোই স্বামী শ্যামল দত্ত সকালে কর্মস্থলে চলে যান এবং তারপর গৃহবধূ সুনিতা দেবনাথ উনার পুত্রসন্তানকে ভাগিনির বাড়িতে দিয়ে আসেন ব্যাংকে যাওয়ার নাম করে। তারপর বাড়িতে ফিরে আসার পর কি কারনে এই ঘটনা ঘটলো গৃহবধূ সুনিতা দেবনাথ তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে স্বামী শ্যামল দত্তের বক্তব্য তাদের মধ্যে নেই কোন পারিবারিক ঝামেলা নেই কোন বাকবিতন্ডার ঘটনা। তারপর খবর দেওয়া হয় পূর্ব থানার পুলিশে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং ঘটনার তদন্ত শুরু করেন। পারিবারিক ঝামেলার কারণে এ ধরনের ঘটনা খবরের কাগজে প্রায়শই দেখা যায় কিন্তু গৃহবধূ সুনিতা দেবনাথের ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোন রহস্য সেটা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।