জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত এক ঠিকাদার। ঘটনা খয়েরপুর বোধজংনগর শিল্প নগরী এলাকায়। দুষ্কৃতিদের হাতে মারাত্মকভাবে আক্রান্ত হন ঠিকাদার দীপক শীল। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর। শ্রীকর এই ঘটনার তীব্র নিন্দা জানান। আহত ঠিকেদার দীপক শীলের স্ত্রীর অভিযোগ দুস্কৃতিকারীরা তাদের চাহিদা মতো টাকা না দেওয়ায় তার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করেছিল। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা যায়।