Site icon janatar kalam

লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করল আমতলী থানার পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করল আমতলী থানার পুলিশ।আটক করেছে নেশা সামগ্রী বহনকারী গাড়িটিকেও। ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ মঙ্গলবার রাতে বাধারঘাট কলেজ চৌমুহনী এলাকায় উৎপেতে বসে থাকে। এই সময়ে বিশালগড় এর দিক থেকে আশা আগরতলাগামি একটি ছোট গাড়িকে থামানোর চেষ্টা করে পুলিশ।গাড়িটি পুলিশের চোখে ধুলো দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।এই সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ছুটে গিয়ে উপস্থিত জনতার সামনে গাড়িটিতে তল্লাশি করে প্রায় 600 কাটুন ফেনসিডিলের বোতল উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকার ওপরে হবে বলে প্রাথমিক ধারণা করেছে পুলিশ।তবে পুলিশ জানিয়েছে চালককে গ্রেপ্তার করতে না পারলেও গাড়িতে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে চালকের নাম ধাম ও বাড়ির ঠিকানা জানতে পেরেছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।এ নিয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলেও জানায়।

নেশা সামগ্রী উদ্ধার

Exit mobile version