জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কৃষ্ণনগর সি এন জি স্টেশনে বাপি সরকার নামে এক যুবকের হাতে আক্রান্ত মেলার মাঠ এলাকার বাসিন্দা শুভেন্দু দে। সংবাদে প্রকাশ সোমবার রাতে শুভেন্দু দে নামে ওই যুবক সি এন জি স্টেশনে গাড়ি নিয়ে যায় গ্যাস নেওয়ার জন্য । এই সময় বাপ্পি সরকার নেশাগ্রস্ত অবস্থায় তার গাড়ি নিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে। শুভেন্দু দে নামে যুবক তাকে গাড়ি সামনে নিয়ে যাওয়ার কথা বলে।কিন্তু সে কোন সাড়া দেয়নি, অবশেষে শুভেন্দু দে তার গাড়ি নিয়ে আগে যাওয়া মাত্রই বাপি সরকার গাড়ির চাবি দিয়ে শুভেন্দুকে মুখের মধ্যে আঘাত করে প্রচন্ডভাবে জখম করে। পরে পশ্চিম থানার পুলিশ বাপি সরকারকে আটক করে থানায় নিয়ে আসে।মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।