জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যে উদ্যোগ জনক ভাবে বেড়ে চলেছে আত্মহত্যার ঘটনা। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকা থেকে পুলিশ উদ্ধার করছে একাধিক মৃতদেহ। এবার মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে আত্মহত্যার পথ বেছে নিল আইটিআই কলেজ পড়ুয়া ১৯ বছরের এক ছাত্র। আত্মঘাতী ছাত্রের নাম রাহুল দেব। আগরতলা শহরতলী এডি নগর এলাকায় ভাড়াবাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করে রাহুল। ভাড়াবাড়িতে কলেজ পড়ুয়া ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। মৃত যুবকের পরিবারের লোকজনদের বক্তব্য বেশ কিছু দিন ধরেই সে লিঙ্গ পরিবর্তনের চেষ্টা চালাচ্ছিল। এই নিয়ে বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গেও পরামর্শ করেছিল। অবশেষে সাফল্য না হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে রাহুল ফাঁসিতে আত্মহত্যা করে। মৃত যুবকের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ।