জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- বিশালগড় সুনামগঞ্জ বাজারে ওষুধের দোকানে চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে এক চোর।ঘটনা বিবরণের জানা যায় রবিবার সকাল দশটা নাগাদ বিশালগড় থানাদিন সুনামগঞ্জ বাজারে রঞ্জিত কুমার সাহার ওষুধের দোকানে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে যাবার সময় দোকানের মালিক ও জনতার হাতে ধরা পড়ে এক চোর, দেওয়া হয়ে উত্তম মাধ্যম।পরবর্তী সময়ে সুনামগঞ্জে বাজারে ওষুধের দোকানের মালিক রঞ্জিত কুমার সাহা খবর দেয় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে চুরি কান্ডের সাথে যুক্ত চোরকে ধরে থানায় নিয়ে আসে।