জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বাড়ির পাশেই জঙ্গল থেকে উদ্ধার মাঝ বয়সি এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম অরুন দাস। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৬ বছর।ঘটনা আগরতলা শহরতলী আড়ালিয়া গুরুদাস পাড়া এলাকায়। পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতেই এই ব্যক্তি খুন হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। এলাকা সূত্রে খবর প্রতিনিয়তই অরুণের বাড়িতে নানা বিষয় নিয়ে ঝামেলা চলতো। বিশেষ করে ছেলে রূপক দাসের সাথে অরুনের ঝামেলা নিত্যদিনের বিষয় হয়ে ওঠে। এ নিয়ে বেশ কয়েকবার পারিবারিক সালিশি সভাও হয়। এর মধ্যেই বাড়ির পাশে জঙ্গল থেকে বুধবার সকালে উদ্ধার হয় অরুণের মৃতদেহ। তাই এলাকাবাসীর আশঙ্কা পরিকল্পিতভাবেই জন্মদাতা পিতাকে খুন করেছেন ছেলে। যদিও মৃত ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই। এদিকে জঙ্গলের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরে পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।