জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস শনিবার জয়পুরের বিদ্যাধর নগর স্টেডিয়ামে ‘ন্যায় পত্র মহাসভা’র আয়োজন করেছিল, যেখানে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে , সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী সমাবেশে ভাষণ দেওয়ার সময় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করেন।
তিনি বলেন, ‘বীর ও দেশপ্রেমিকদের এই মহান রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এই কর্মসূচিতে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমাদের সকলের সংকল্প থাকা উচিত যে আমরা অন্যায়ের এর বিরুদ্ধে লড়াই করব এবং ন্যায়ের আলো খুঁজে বের করব।
এদিন,বিজেপিকে আক্রমণ করে সোনিয়া গান্ধী বলেন, ‘এই দেশ গুটিকয়েক মানুষের সম্পত্তি নয়। দেশের চেয়ে বড় কেউ হতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র আজ হুমকির মুখে, সংবিধান পরিবর্তনের ষড়যন্ত্র হচ্ছে। বেকারত্বের কারণে তরুণদের মধ্যে হতাশা বিরাজ করছে। বিজেপির ১০ বছরের শাসনামলে মুদ্রাস্ফীতি শীর্ষে। আজ প্রতিদিনের উপার্জন থেকে খাওয়া-দাওয়ার খরচ মেটানো কঠিন, রান্নাঘরের জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের মা-বোনদের জন্য।
দুর্ভাগ্যবশত, আজ এমন নেতারা আমাদের দেশে ক্ষমতায় আছেন, যারা গণতন্ত্রকে ছিন্নভিন্ন করছেন। নিজেকে মহান ভেবে মোদীজি দেশ ও গণতন্ত্রের মর্যাদা নষ্ট করছেন। বিরোধী নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।