জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা প্যারাডাইস চৌমহনিতে শুক্রবার সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার ডাকা কালা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা হয়। সেখানে সংগঠনের আহ্বায়ক পবিত্র কর বলেন আগাম জানিয়েই দিল্লি অভিযানের ডাক দিয়েছিল হরিয়ানার কৃষকরা।তাদের ওপর ড্রোন থেকে টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করা হয় ভাবখানা এমন যে বহিরশত্রু ভারত আক্রমণ করেছে।
তিনি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অনুমোদন ছাড়া এটা হতে পারে না, দিল্লিতে অন্ন দাতাদের প্রবেশ নিষিদ্ধ করতে কাঁটা তারের বেড়া সিমেন্টের পাচিল তোলা হয়েছে যেন অন্নদাতারা বহিরশত্রু। কৃষকদের দাবি কি? তিনি বলেন সংযুক্ত কিষান মোর্চা ভারত সরকারের নব্য ন্যুনতম সহায়ক মূল্যের এ2+এফ এল+50% এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
মোর্চার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ধরনের উৎপাদিত ফসলের ওপর সি2+50% ফর্মুলা অনুযায়ী ন্যুনতম সহায়ক মূল্যের দাবি থেকে সংযুক্ত কিষান মোর্চা সড়বেনা।আজ একইভাবে পবিত্র কর বলেন সি20+50% ছাড়া আর কিছুই মানা হবে না ।তিনি বলেন রাষ্ট্রের গুলির শক্তিকে দেশের অন্নদাতারা পরখ করতে মাঠে নেমেছে তিনি আন্দোলনে সকলকে সামিল হতে আহ্বান জানান। সংযুক্ত কিষান মোর্চার জাতীয় সংসদ ও জেনারেল বডির সভার পর চুড়ানত আন্দোলনেরও সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনের সভায় অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন।