Site icon janatar kalam

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্যনাম ঘোষণা করলো বিসিসিআই 

জনতার কলম ওয়েবডেস্ক :- আগামী ৮ ডিসেম্বর থেকে দুবাইতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের ১৩টি ম্যাচ হবে দুবাইয়ের ওভাল ১ এবং ২ এই দুই মাঠে। সেমিফাইনালের একটি ম্যাচ ও ফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই এশিয়া কাপে খেলবে আটটি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ছাড়াও খেলবে সংযুক্ত আরব আমিরশাহি, জাপান এবং নেপাল। দুই গ্রুপে ভাগ করে হবে টুর্নামেন্টের প্রথম পর্যায়ের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দু’টি দল খেলবে সেমিফাইনাল। ভারতের গ্রুপে আছে পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। ভারত প্রথম ম্যাচই খেলবে নেপালের বিরুদ্ধে, ৮ ডিসেম্বর। এই টুর্নামেন্টে ভারতের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। ১৫ জন সদস্যের দল ঘোষণা হল। এছাড়াও তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটার থাকছেন স্কোয়াডে। পাশাপাশি ৪ জনকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে দুবাই যাবেন।

 

ভারতীয় স্কোয়াড: আর্শীন কুলকার্নি (মহারাষ্ট্র), আদর্শ সিং (উত্তরপ্রদেশ), রুদ্র ময়ূর প্যাটেল (গুজরাত), শচীন ধাস (মহারাষ্ট্র), প্রিয়াংশু মোলিয়া (বরোদা), মুশির খান (মুম্বই), উদয় সরণ (পাঞ্জাব) (অধিনায়ক), আরভেলি অবিনাশ রাও (হরিয়ানা) (উইকেটকিপার), সৌম্য কুমার পাণ্ডে (মধ্যপ্রদেশ) (সহ অধিনায়ক), মুরুগান অভিষেক (হায়দরাবাদ), ইন্নেশ মহাজন (হিমাচলপ্রদেশ) (উইকেটকিপার), ধনুস গোদা (কর্নাটক), আরাধ্য শুক্লা (পাঞ্জাব), রাজ লিম্বানি (বরোদা), নমন তিওয়ারি (উত্তরপ্রদেশ)।

 

স্ট্যান্ডবাই ক্রিকেটার: প্রেম দেবাকর (মুম্বই), অংশ গোসাই (সৌরাষ্ট্র) ও মহম্মদ আমন (উত্তরপ্রদেশ)।

 

রিজার্ভ ক্রিকেটার: দিগ্বিজয় পাটিল, জয়ন্ত গোয়াথ, পি ভিগনেশ, কিরণ চোরমালে।

Exit mobile version