Site icon janatar kalam

অনুষ্ঠিত হলো শান্তিকালী আশ্রমের ভূমি পূজন ও শিলান্যাস অনুষ্ঠান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন জুরিছড়ায় গড়ে উঠবে হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিকালী আশ্রম। বৃহষ্পতিবার অনুষ্ঠিত হলো আশ্রমের ভূমি পূজন ও শিলান্যাস অনুষ্ঠান। হলো যজ্ঞানুষ্ঠান থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছুই। শিলান্যাস পর্বে সামিল হলেন মন্ত্রী বিধায়ক থেকে এলাকার সমস্ত ধর্মপ্রাণ মানুষ।

ফটিকরায় বিধানসভার সায়দাছড়া এডিসি ভিলেজের সালকাহাটি উপজাতি গ্রামে গড়ে উঠবে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান তথা শান্তিকালি আশ্রম। এলাকার বাসিন্দা সূর‍্য বাহাদুর দেব্বর্মার দান করা মোট পাঁচ কানি জায়গা জুড়ে গড়ে উঠবে এই আশ্রম। বৃহষ্পতিবার জুরিছড়ার সালকাহাটি গ্রামে মন্দির তৈরীর জন্য শন্তিকালী আশ্রম কমিটির উদ্যোগে আয়োজন করা হয় ভূমি পূজন ও যজ্ঞ অনুষ্ঠানের।

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস, সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস, এমডিসি ধীরেন্দ্র দেব্বর্মা, কৈলাশহরের মহকুমা শাসক প্রদ্বীপ সরকার সহ আশ্রমের সাধুসন্তরা। অনুষ্ঠানে মন্দিরের প্রস্তর ফলক উন্মোচন করেন মন্ত্রী সুধাংশু দাস।

অনুষ্ঠানে সনাতনী বিচারধারা নিয়ে বিস্তৃত আলোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, ধর্মের স্পর্শে মানুষের মধ্যে জাগ্রত হয় নিতি, মনুষ্যত্ববোধ, বিবেকবোধ। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে ধর্মের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই ধর্মকে রক্ষাকরে তাকে নিয়ে সবার এগিয়ে চলা আবশ্যক।

Exit mobile version