Site icon janatar kalam

অনুশীলন শুরু এগিয়ে চলো সংঘের ফুটবলারদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনুশীলন শুরু করে দিয়েছেন এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। ২০২৩-২৪ সালের দ্বি-মুকুট জয়ী এগিয়ে চলো সংঘ এবছরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছেন। কোচ সুজিত হালদারের প্রশিক্ষণে এগিয়ে চলো সংঘ টানা ৩ বার রাখাল শিল্ড ও দু’বার লিগ চ্যাষ্পিয়নের খেতাব অর্জন করে।

এবছরও লিগ চ্যাষ্পিয়নের হ্যাট্রিক করার পাশাপাশি রাখাল শিল্ড চ্যাষ্পিয়ন ধরে রাখার জন্য দলের ফুটবলারদের নিয়ে কোচ সুজিত হালদার জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ২৯ জুলাই থেকে কয়েকজন ফুটবলার নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছিলো এগিয়ে চলো সংঘ।

দলের অন্যান্য খেলোয়াড়েরা ক্যাষ্পে যোগ দেওয়ার পর বুধবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে ফুটবলালরা। কোচ সুজিত হালদার ও সহকারী কোচ জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে দলের ফুটবলাররা।

Exit mobile version