অনুপ্রবেশ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অনুপ্রবেশ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। শনিবার রাজবাড়িতে ঐতিহ্যবাহী কের পূজায় অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত যে বা যারা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে পরিযায়ী হিসেবে এসেছেন তাঁদেরকে মান্যতা দেওয়া হবে। তারপরে আসা পরিযায়ীদের মান্যতা দেওয়া হবে না।
কারণ, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। একথা, ত্রিপুরায় অনুপ্রবেশ কোনোভাবে কাম্য নয়। এমনকি, রাজ্যের সমস্ত ডিএম, পুলিশ আধিকারিকদের নজরদারিও বাড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অনুপ্রবেশ নিয়ে প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনী এবং বিএসএফ’র সাথে পরিস্থিতি পর্যালোচনা করছেন। তাঁদের প্রচেস্টার কারণে অনুপ্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবেহ্রাস পেয়েছে। কয়েক মাসে রাজ্যে অনুপ্রবেশ খুব বেশি বাড়েনি বরং কিছুটা কমেছে।