জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঠাণ্ডা পানীয়ের অধিক মূল্য রাখার অভিযোগ উঠল আগরতলা সিদ্ধি আশ্রম এলাকার একটি দোকানের বিরুদ্ধে। পাশাপাশি একটি কেকের দোকানে মিলেছে অনেক অনিয়ম। অভিযোগ কেকের দোকান ছিল অপরিচ্ছন্ন। এছাড়া যেসব কেক ছিল সেগুলি কোনদিনের তাও ঠিক ভাবে বলতে পারেননি ম্যানেজার।
সোমবার সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায় সিদ্ধি আশ্রম এলাকায়। অভিযানে নেমেই অনিয়ম পায় দুই দোকানে। ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক জানান তারা রিপোর্ট জমা দেবেন মহকুমা শাসকের কাছে। এর পরে সংশ্লিষ্ট দপ্তর গুলি ব্যবস্থা নেবে আইন অনুযায়ী। তিনি পাশাপাশি জানান এদিন বটতলা বাজারে আলু- পেঁয়াজের মূল্য যাচাইয়ে অভিযান চালিয়েছেন। প্রতিনিয়ত বাজার গুলিতে অভিযান চলবে।