Site icon janatar kalam

অনলাইনে সদস্যরা প্রশ্ন জমা দিতে পারবেন : রতন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভায় বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হয় অধ্যক্ষের পৌরহিত্যে। বিধানসভায় এখন থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে অনলাইনে সদস্যরা প্রশ্ন জমা দিতে পারবেন। তবে আগামী বিধানসভা সেশনে অনলাইন- অফ লাইন দুই ভাবেই জমা দিতে হবে প্রশ্ন। ট্যাকনিক্যালি কোন ত্রুটি আছে কিনা তা ধরার জন্য।

বৃহস্পতিবার বিধানসভায় সর্বদলীয় বৈঠক শেষে একথা বললেন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রণজিৎ দেববর্মা, বিরজিত সিনহা।

বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান, সবকিছুই অন লাইন করা হচ্ছে। তিনি বলেন, এখন থেকে সবকিছু অনলাইনে হবে। তবে বিধানসভার রুলসে যেহেতু অন লাইনের কথা নেই, সেহেতু রুলস সংশোধন করতে হবে। মন্ত্রী জানান তাই রুলস টি আগে সংশোধন করে নতুন সিস্টেম চালু হবে।

Exit mobile version