জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গত ২৪ মার্চ বাজেট আলোচনা চলাকালীন মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে “উনার ভাষণে উনি জাত চিনিয়েছেন বলে মন্তব্য করেন। পরবর্তী সময়ে মন্ত্রী রতন লাল নাথ তাঁর বক্তব্য স্পষ্ট করার জন্য বলেন, “জিতেন্দ্র বাবু উনার ভাষায় কমিউনিস্টের জাত চিনিয়েছেন।
গতকাল বিরোধী দলনেতা জাত পরিচয়ের এই বিষয়ে পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভাঙ্গের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল অধ্যক্ষের নিকট । কিন্তু আজ, স্পিকার বলেছেন যে তিনি মন্ত্রীর কাছ থেকে আরও একটি স্বাধিকার ভঙ্গনের প্রস্তাব পেয়েছেন।
অধ্যক্ষের এ ধরনের সংবিধান অবমাননার প্রতিবাদে বুধবার ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভে শামিল হয়েছেন বাম বিধায়করা। এদিন সংবাদ মাধ্যমকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ক্ষমতার অপব্যহার করে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথকে বাঁচিয়েছেন।
জাত পরিচয়ের বিষয়ে পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভাঙ্গের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল অধ্যক্ষের নিকট। কিন্ত গতকাল সন্ধ্যা পর্যন্ত মন্ত্রীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেখিনি। মন্ত্রী গতকাল রাত ১১ টা পর্যন্ত বিধানসভায় ছিলেন, কিছু নথি কারচুপি করার চেষ্টা করেছিলেন।
তবে, আজ, স্পিকার বলেছেন যে তিনি মন্ত্রীর কাছ থেকে আরও একটি স্বাধিকার ভঙ্গনের প্রস্তাব পেয়েছেন। স্পিকার মিথ্যা বিবৃতি দিয়ে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা করছেন। তাই চলতি বিধানসভা অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।