জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অটো দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন। তার মধ্যে সুচিত্রা রিয়াং নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। সংবাদে প্রকাশ , শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ থেকে টাকারজলা যাওয়ার পথে জাঙ্গালিয়া চড়কবন এলাকায় একটি দ্রুতগামী অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উল্টে জঙ্গলে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হল সুচিত্রা রিয়াং বয়স ৩৭, রাজেন্দ্র রিয়াং বয়স ৪২, তনু রিয়াং বয়স ৫৫। দ্রুতগতিতে থাকার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।