জনতার কলম ওয়েবডেস্ক :- বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর আজ মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান বৈঠকের ফাঁকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সামাজিক মাধ্যমে এক পোস্টে ডঃ জয়শঙ্কর জানান, এই বৈঠকে দুই দেশের মধ্যে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা এবং জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব যে ক্রমশ গভীরতর হচ্ছে, তা প্রশংসনীয় ও উৎসাহব্যঞ্জক।

