Site icon janatar kalam

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : – অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার বিশালগড়ে। বিশালগড় পেট্রোল পাম্পের পাশে এক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ খবর দেয় ফায়ার সার্ভিসে। বেলা ২:০০ টায় ফায়ার সার্ভিস কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে খবর পেয়ে ছুটে এসেছে বিশালগড় থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি সনাক্ত করতে না পারায় রেখে দেওয়া হয়েছে হাসপাতাল মর্গে।

 

 

 

 

Exit mobile version