জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শনিবার এ ব্যাপারে মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির এ এস আই পরেশ চন্দ্র দাস জানান শুক্রবার রাতে পূর্ব আগরতলা থানা এলাকা থেকে মহারাজগঞ্জ বাজার ফাঁড়িতে জানানো হয় যে এই এলাকায় একটি বানিজ্যিক মলের সামনে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা এই দেহটি উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসে। তবে এই মৃতদেহটি কোন ভবগুরের হতে পারে বলে এদিন জানিয়েছেন তিনি। এদিকে এই মৃতদেহের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন না থাকলেও মৃত যুবকের মুখে রক্তের চিহ্ন দেখা যায়। পুলিশের বক্তব্য পোস্ট মর্টেমের পর মৃত্যুর কারন জানা যাবে। জিবি হাসপাতালের মর্গে মৃতদেহটি রাখা হয়েছে।