Site icon janatar kalam

অগ্নিবীরদের জন্য বড় স্বস্তি, বিএসএফে নিয়োগে ৫০% সংরক্ষণ

জনতার কলম ওয়েবডেস্ক :- সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-তে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের কোটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

গেজেট নোটিফিকেশন অনুযায়ী, প্রথম ব্যাচের প্রাক্তন অগ্নিবীররা কনস্টেবল নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমায় সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় পাবেন। পরবর্তী ব্যাচের প্রাক্তন অগ্নিবীরদের ক্ষেত্রে এই ছাড় হবে তিন বছর। এছাড়াও, প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক মান পরীক্ষা (PST) ও শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৫ সালের ‘বর্ডার সিকিউরিটি ফোর্স, জেনারেল ডিউটি ক্যাডার (নন-গেজেটেড) রিক্রুটমেন্ট রুলস’-এ সংশোধনী এনে এই কোটা বৃদ্ধি করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক নিয়োগ বছরে সরাসরি নিয়োগের মাধ্যমে (৫০ শতাংশসহ) শূন্যপদের সংরক্ষণ থাকবে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। পাশাপাশি, ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য এবং বার্ষিক শূন্যপদের সর্বোচ্চ তিন শতাংশ পর্যন্ত কম্বাটাইজড কনস্টেবল (ট্রেডসম্যান) পদে আত্মীকরণের সুযোগ থাকবে।

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Exit mobile version