Site icon janatar kalam

অগ্নিদগ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শনের পর সেখানেই দাঁড়িয়েই কড়া বার্তা মুখ্যমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শন করেছেন এবং ঘোষণা করেছেন যে ১৪ জনের মৃত্যুর জন্য দায়ীদের রেহাই দেওয়া হবে না। তিনি বলেন,কেউ কেউ ব্যবসায়ীক স্বার্থেও আগুন লাগান! আগুন নিয়ে খেলবেন না। কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

দিঘা থেকে ফেরার পথে বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় পৌঁছে ব্যানার্জি বলেন যে অগ্নি নিরাপত্তার নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলি পর্যবেক্ষণ এবং চিহ্নিত করার জন্য পুলিশ, প্রশাসন এবং অগ্নিনির্বাপক পরিষেবা বিভাগের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। তিনি আরো বলেন, বাড়িগুলির অবস্থা ভয়ঙ্কর। তাঁদের মালিকদের সঙ্গে কথা বলা হবে, প্রয়োজনে বাসিন্দাদের সরিয়ে সেগুলিকে সারাই করা হবে। পুরসভাকে এই বিষয়ে জরুরি বৈঠক করার কথাও বলেন প্রশাসনিক প্রধান।

Exit mobile version