অগ্নিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানী আগরতলার জিবি বাজার
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রাজধানী আগরতলার জিবি বাজার। জানা যায় বৈদ্যুতিক শট সার্কিটের ফলে বাজারের একটি ফলের দোকানে আগুন লেগে যায় , অগ্নিকাণ্ডের প্রচণ্ড প্রভাবে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে , খবর পেয়ে ছুঁটে যায় দমকলের তিনটি ইঞ্জিন।
দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ফলে অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয় পাশের দুটি মিষ্টি দোকান। এদিনের ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে এক দমকলকর্মী বলেন, আজ দুপুর ১২টা নাগাদ জিবি বাজারে একটি ফলের দোকানে আগুন লাগার খবর আসে।
সাথে সাথে দমকলবাহিনী ৩টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দীর্ঘ প্রচেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।