Site icon janatar kalam

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের আগের দিন রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি তিনি জানান চেষ্টা আছে সেখানে স্থায়ীভাবে মার্কেট তৈরি করা নিয়ে। রবিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর ও দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটি পরিদর্শন করেন।

কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে। ১৮ এপ্রিল রাতে আগরতলার দুর্গা চৌমুহনী রামনগর নয় নম্বর রোডের মাথায় বড় ধরণের অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২২ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে বাইশটি দোকান অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে যায় বলে ধারণা।দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্বে এলেও সমস্ত কিছু পুড়ে যায় ব্যবসায়ীদের।

রবিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। আর্থিক ভাবে সাহায্য করার চেষ্টা করা হবে। পাশাপাশি তিনি আরো বলেন বর্তমানে তারা যেতে ব্যবসা করতে পারেন তার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। এই জায়গাটি নিয়ে স্থায়ী কিছু করা যায় কিনা চিন্তা ভাবনা করা হবে।

 

 

Exit mobile version