Site icon janatar kalam

অগণতান্ত্রিক ভাবে পুরনিগম শহরে উচ্ছেদ অভিযান সংঘটিত করছে : আশীষ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী নির্দেশ আগরতলা শহরকে যানজট মুক্ত ও সুন্দর করে তোলার লক্ষ্যে নতুন করে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামে আগরতলা পৌর নিগম। অভিযোগ ভেন্ডার লাইসেন্স থাকা সত্ত্বেও একাংশ ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পূজোর আগে এভাবে পৌরনিগমের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে এবার সোচ্চার হলো প্রদেশ কংগ্রেস। ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদের ফলে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এখন দিশাহারা হয়ে পড়েছে বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের। তাই এধরনের উচ্ছেদ অভিযানের তীব্র প্রতিবাদ জানায় দল। রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা এই সময়ে শহরকে যানজট মুক্ত ও সুন্দর করে তোলার নামে পৌর নিগমের উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানান। একই সাথে এদিন তিনি আগরতলা পৌর নিগম এলাকায় সম্পদ কর বৃদ্ধিসহ গোটা রাজ্যে বিদ্যুতের মাশুল বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারও তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও পৌর নিগম এলাকায় সম্পদ করের নোটিশ দিয়ে সরকার পুজোর আগে রাজ্যবাসীকে বিশেষ উপহার দিয়েছে। রাজ্যের গরিব শ্রমজীবী অংশের মানুষ একে উপহার বলেই মনে করছে। বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হলো অথচ পরিষেবা তলানিতে। মানুষকে সঠিক বিদ্যুৎ না দিয়ে সরকার বিদ্যুৎ বিক্রি করছে। একই সাথে তিনি আরো বলেন ২০১৭ সালে রাজ্যে বিদ্যুৎ দপ্তর লাভজনক অবস্থায় ছিল। আর বর্তমানে ক্ষতির বহর গুনছে দপ্তর। শহরে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে তিনি বলেন যেভাবে পুরনিগম শহরে উচ্ছেদ অভিযান সংঘটিত করছে তার সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজ। এসবের বিরুদ্ধে কংগ্রেস দল আগামী দিন জোরদার আন্দোলন গড়ে তুলবে।

 

 

Exit mobile version