Site icon janatar kalam

অখণ্ড ভারত নির্মাণ করার জন্য ভোট দিতে হবে : AVBP

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০৪৭ সালে ভারতকে বিশ্বগুরুর স্থানে পৌঁছানোর স্বপ্নকে পূরণ করার জন্য যুব সহ সকলের কাছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অনুরোধ নিজেদের মূল্যবান ভোট দেওয়ার। রবিবার সংগঠনের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্পাদক সঞ্জিত সাহা।

তিনি বলেন, ১০০ শতাংশ ভোট দেওয়া খুব দরকার। কারণ ভোট সকলের অধিকার।তিনি বলেন, ভারত ও ত্রিপুরাকে স্বাবলম্বি করার যে উদ্দেশ্যে বিদ্যার্থী পরিষদ নিয়েছে তা বাস্তবায়নের জন্য মূল্যবান ভোট বিবেচনা করে ভোটাররা দেবেন। অখণ্ড ভারত নির্মাণ করার জন্য ভোট দিতে হবে।

তাই সর্ব প্রথমে ভোট দান এর পরে জল পান। এই মন্ত্র নিয়েছে বিদ্যার্থী পরিষদ। এই মন্ত্র নিয়ে প্রচারাভিযান চালাচ্ছে সংগঠন বলে জানান সম্পাদক। তিনি জানান, ভোট নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গ্রাম্ন স্তর পর্যন্ত সচেতনতা গড়ে তুলবে।

Exit mobile version